Ekta Pakhi Lyrics (একটা পাখি) Raihan Rahee Song

Ekta Pakhi Lyrics (একটা পাখি) Raihan Rahee Song


Ekta Pakhi Lyrics (একটা পাখি) Raihan Rahee Song
  
Ekta Pakhi Lyrics Is Bangla Sad Song.This Song Is Sung By Raihan Rahee.This Song Lyrics Created By Raihan Rahee.


Song Dtails
Song : Ekta Pakhi
Singer : Raihan Rahee
Lyrics : Raihan Rahee
Label : Raihan Rahee

Ekta Pakhi Lyrics By Raihan Rahee

একটা পাখি উড়তে গিয়ে
দুমড়ে যাওয়া ডানার ফলে
সরলবেগে পড়তে থাকে
ভর ত্বরণের গুণন বলে
চলে সাথে কক্ষপথে
নামনাজানা সবুজ পাতা
সেই পাখিটার ন্যুব্জ ডানায়
চোখের কোণায় শীষের খাতা
স্পষ্ট লেখা ই মাইনরে
ঐ পাখিটা গাইতে জানে
রুদ্ধ শ্বাসে ক্রুদ্ধ ত্রাসে
শব্দোত্তর ঐকতানে
এক শীষে তার প্রেমের ভজন
অন্য শীষে প্রলয় নাচে
কুন ফায়া কুন প্রণবনাদে
দৈত্য অসুর নরপিশাচে
গল্প ভুলে মুখোশ খুলে
ঘড়ির কাঁটায় স্বর্গ মাপে
পড়তে থাকা সেই পাখিটা
বাতাস কাঁপায় প্রবল ঝাঁপে
গল্প এবার নিম্নচাপে
গভীর সাগর মাছের ট্রলার
সংকেত আসে ঝাপসা শ্বাসে
দুই ব্যাটারির সস্তা বেতার
সেই বেতারে এক চ্যানেলে
বাজছে খাচার অচিন পাখি
সেই পাখিটা হঠাৎ ভাবে
পাখি হওয়ার অনেক বাকি।
একটা পাখি গানের লিরিক্স

ekta pakhi urte giye
dumre jawa danar fole
sorol bege porte thake
vor toroner gunon bole
chole sathe kokhopote.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *